Dilip Ghosh, Ram, “রামের বিরুদ্ধে পথে নেমেছেন? হিন্দু সমাজ এই ধরনের চালাকি, বদমায়েশি বরদাস্ত করবে না,” তৃণমূলের ‘সংহতি মিছিল’ প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: “রামের বিরুদ্ধে পথে নেমেছেন? হিন্দু সমাজ এই ধরনের চালাকি, বদমায়েশি বরদাস্ত করবে না। এই সংহতির নামে পশ্চিমবঙ্গের সব জায়গায় দাঙ্গা হয়েছে। আমি তো বলেছি, কোনো হিন্দু, সে যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয়ে থাকে, তাহলে এই ধরনের সংহতি মিছিলে যাবে না। মিছিলে হাঁটবে কিছু জেহাদি, রোহিঙ্গা আর তৃণমূলের আমলে করে-কর্মে খাওয়া উচ্ছিষ্টভোগী লোকজন।” রবিবার সাতসকালেই রেলশহর খড়্গপুরের বোগদার চা-চক্র থেকে ঠিক এভাবেই আগামী ২২ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ঘোষিত ‘সংহতি মিছিল’ বা সংহতি দিবসকে কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এদিন বিজেপি সাংসদ তৃণমূল সহ বিরোধীদের কড়া আক্রমণ করে বলেন, “দেশভাগের পর থেকে এরকম অনেক সংহতি মিছিল হয়েছে, কোনো সংহতি হয়নি। উল্টে দাঙ্গা বাধানোর চেষ্টা করা হয়েছে। ফের তারা রাস্তায় নেমেছেন। আর এবার একেবারে রামের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন! হিন্দু সমাজ কোনমতেই এসব চালাকি বদমায়েশি আর সহ্য করবে না।”

উল্লেখ্য, ‘রামলালা’র অভিষেকের উদ্দেশ্যে ১০১ কেজি সুন্দরবনের মধু পাঠিয়েছেন সংসদ দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *