Ram, ‘রাম চরিতকথা’

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২০ জানুয়ারি: “বাবা যদি রামের মত পাঠায় আমায় বনে“। শিশুকালে পড়া রামের সেই অনন্য ছন্দ যেন গেঁথে আছে আম বাঙালির মনে। তা তিনি লেখক হোন, বা বিজ্ঞানী। শিল্পী হোন বা কুস্তিগীর। কিন্তু এই বাঙালিরা এবার এক ছাদের নিচে রামচন্দ্রের ৫০টি ছবি দেখার সুযোগ পাচ্ছেন। রবিবার, মানে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে কলকাতায় হবে ‘রাম চরিতকথা’ নামে এই প্রদর্শনী।

আয়োজক ‘সংস্কার ভারতী’ পশ্চিমবঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত বলেন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিল্পীদের আঁকা রামচন্দ্রের ছবি ডিজিটাইজের পর প্রিন্ট নিয়ে ১৮ ইঞ্চি দীর্ঘ ও ১২ ইঞ্চি প্রস্থ পিচবোর্ডের ওপর স্থাপন করা হয়েছে। সেগুলো লাগানো হবে ভারতীয় জাদুঘর সংলগ্ন আশুতোষ জন্মশতবর্ষ হলে।

১৭ থেকে ৭০ বছর বয়সের এই শিল্পীদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের তিন জন। ২১শে জানুয়ারি বিকেল সাড়ে চারটেয় প্রদর্শনীর উদ্বোধন করবেন ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের ডিজি সঞ্জীব কিশোর গৌতম। যাঁদের আঁকা রামচন্দ্র, দর্শকরা প্রদর্শনীতে দেখার সুযোগ পাবেন, তিনি ছাড়াও তাঁদের মধ্যে আছেন ‘সংস্কার ভারতী’-র সর্বভারতীয় সভাপতি তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাসুদেব কামাথ।

এ ছাড়াও শিল্পীদের মধ্যে আছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সুনীল বিশ্বকর্মা, কাশ্মীরের অমরজিৎ সিং, উত্তরপ্রদেশের সুনীল খুসোয়া, লখনউয়ের জাতীয় পুরস্কার বিজয়ী সুনীল কুমার সিং, গুজরাটের ডঃ অশোক প্যাটেল, জাতীয় পুরস্কার বিজয়িনী নিরুপমা টাঙ্ক এবং দর্শনা ভাদুরিয়া প্রমুখ ৩০ জন। এই সব ছবির একটা কপি বুক সংকলন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিলকবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *