পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: গত ১৪ সেপ্টেম্বর মেদিনীপুর কলেজ (স্বশাসিত)- এর বিবেকানন্দ হল এ “Exploring the Murky Depths: A Conference on Dark Tourism in Modern Societies where Historical Narratives Encounter Geographical Landscapes” শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের যে সূচনা হয়েছিল আজ সোমবার ছিল তার তৃতীয় তথা অন্তিম দিন।
সমাপ্তি পর্বে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, ওড়িশার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের প্রাক্তন প্রফেসর শরৎ কুমার লেঙ্কা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর মীর আব্দুল সফিক, পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৃদুল শ্রীমানী, কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ডঃ তনুশ্রী পাল এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেষ পর্বের বক্তৃতায় ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারতের মত জীববৈচিত্র্য সম্পন্ন ও ঐতিহাসিক ঐতিহ্যমন্ডিত দেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, মেদিনীপুর কলেজে এরকম একটি আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করেছেন যেটি অত্যন্ত সময়োপযোগী। আলোচনাচক্রের মূল বিষয় ডার্ক ট্যুরিজমের জন্য ভারতের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবহুল অঞ্চলের মধ্যে তিনি হিজলি বন্দিশালার কথাও উল্লেখ করেন। তিনি ডার্ক ট্যুরিজমকে “ইতিহাসের গভীর স্তরগুলি বোঝার একটি মাধ্যম” হিসেবে উল্লেখ করেন। উপসংহার বক্তব্য রাখেন প্রফেসর শরৎকুমার লেঙ্কা।
আন্তর্জাতিক আলোচনাচক্রের আহ্বায়ক ছিলেন ডিপার্টমেন্ট অফ ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান ডঃ মণিশ্রী মন্ডল। অনুষ্ঠানের সমাপ্তি হয় সম্মেলনের সাংগঠনিক সম্পাদক ডঃ তন্ময় কুন্ডু- র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। অন্তিম পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ অপর্নিতা ভট্টাচার্য।