পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত লোহাটিগরি এলাকায় দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরের দিকে আসছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পাল্টি খেয়ে যায় বাসটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ১০ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়। যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছোয় গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।