আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মে: বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং কে প্রাণে মেরে ফেলার হুমকি। একটি অডিও মেসেজে এই হুমকি দেওয়া হয়েছে। মেসেজটি পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কাছে তাকে প্রাণে মেরে ফেলার একটা হুমকি ফোন আসে। হোয়াটসঅ্যাপে আসা এই হুমকির পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন আমাকে মারাটা খুব কঠিন ব্যাপার আছে। যে ফোন করেছে তার নাম তিনি ফাঁস করেছেন। অর্জুন সিং জানিয়েছেন, যিনি ফোন করেছিলেন তাঁর নাম নিকেতন বর্মা, ডাকনাম ছোটু, বাবার নাম অনুপ বর্মা। যে নম্বর থেকে ফোন করা হয়, সেই নম্বরটি ট্র্যাক করা হয়েছে। পুলিশকে বিষয়টা জানানো হয়েছে।
পুলিশকে জানানো হলেও পুলিশ কিছুই করেনি বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পারি এই ছেলেটি ড্রাগের ব্যবসা করে। যতক্ষণ ওপরওয়ালা আমাকে না মারবে ততক্ষণ আমাকে মারা কঠিন। কার নির্দেশে এটা হয়েছে আমি জানি। যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল সাথে সাথে সেই নম্বরটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু অর্জুন সিং সেই মেসেজটি সঙ্গে সঙ্গে অন্য ফোনে ট্রান্সফার করে নিয়েছিলেন। তাই যিনি ফোনে হুমকি দিয়েছিলেন তার নাম জানতে পেরেছেন তিনি বলে দাবি অর্জুন সিং এর।