পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: তৃণমূলই জিতছে। ফের দাবি করলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা ও দলের রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, জুন মালিয়া
লক্ষাধিক ভোটে জিতবে। ঝাড়গ্রাম আসনেও জিতবে তৃণমূল।
বিরোধী দলের আনা অভিযোগ খন্ডন করে তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে উল্টো পাল্টা বলছে। যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এটা পুলিশের কাজ।
ঘাটালের বিজেপি নেতা ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এবং খড়্গপুর শহরের বিজেপির এক মন্ডল সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয় প্রকাশবাবু বলেন, পুলিশ তার কাজ করছে। এক্ষেত্রে তাদের কোনো হাত নেই।
সুজয় হাজারা জানান, মেদিনীপুর লোকসভার ৭টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল প্রার্থী লিড পাবে।