Threat mails, 24 airport, Kolkata, কলকাতা সহ দেশের ২৪টি বিমানবন্দরে হুমকির মেইল, নবান্ন ও রাজভবন সহ বোমাতঙ্ক দেশজুড়ে

আমাদের ভারত, ৩০ এপ্রিল: দেশে ২৪টি এয়ারপোর্টে হুমকির মেইল এসেছে। বোমা মেরে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাতে। ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছে ১১১ সন্ত্রাসী নামে এক গোষ্ঠীর কাছ থেকে উদ্বেগ জনক ই- মেইল দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তদন্তে উঠে এসেছে এই ই-মেইল আইডি থেকে হুমকির মেইল পাঠানো হচ্ছে। যার ফলে ইতিমধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতা জারি করা হয়েছে। হুমকি মেলে সন্ত্রাসী হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে সব রকম চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

সোমবার সকাল সাড়ে ন’টায় দেশের বিভিন্ন বিমানবন্দরে হুমকির মেইল আসে। বিশেষত বিমানবন্দরগুলিতে মেইল এলেও ব্যাঙ্ক, ব্যবসায়িক স্থান-সহ দেশের নানা জায়গায় বোমাতঙ্কের খবর আসে। সংশ্লিষ্ট মেইলগুলিতে লেখা ছিল, “আমরা বিভিন্ন বিমানবন্দরে বোমা লাগিয়েছি বোতাম টিপলে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করবে।”

এই ই- মেইল পাওয়ার পর বিমানবন্দরগুলিতে নিরাপত্তার দল অবিলম্বে বৈঠক করে ও হাই এলার্ট জারি করা হয়। বিমানবন্দরের সব গেটে নজরদারি বাড়ানো হয়। দিল্লি বা অন্য কোনো হেড অফিস থেকে হুমকি দেওয়া ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, এই মেইলটি হিন্দিতে লেখা ছিল। ই- মেইলে বোমার ইমোজি আঁকা ছিল। চিঠি পাওয়ার পর বিমানবন্দরের কনফারেন্স হলে জরুরি বৈঠক ডাকা হয়। এতে সিআইএসএফ, উত্তর প্রদেশ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। অবশেষে মঙ্গলবার দুপুরে কোন ই- মেইল আইডি থেকে মেইল পাঠানো হয়েছে তার খোঁজ পান তদন্তকারীরা।

এদিকে কলকাতায় রাজভবন, জাদুঘরেও নাশকতার হুমকির ই- মেইলে এসেছে। বোমাতঙ্কের হুমকি ই- মেইল এসেছে নবান্নেও। তদন্ত শুরু করেছে লালবাজারের পুলিশ। রাজভবন, জাদুঘরের বিভিন্ন জায়গায় বোমা রাখা আছে, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ই- মেইল পাঠানো হয়েছে। আজ দুপুরে প্রায় একই সময় রাজভবন, কলকাতা জাদুঘর সহ বিভিন্ন জায়গায় হুমকির ই- মেইল এসে পৌঁছায়। খবর পাওয়া মাত্র কলকাতা পুলিশের এসটিএফটি সক্রিয় হয়। মেইলে যেসব জায়গার উল্লেখ করা হয়েছে সেখানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। হাওড়ার একটি সরকারি দপ্তরেও এই হুমকি ই- মেইলে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *