কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: ৪৬ ডিগ্রি তাপমাত্রাতেও থেমে নেই নির্বাচনী প্রচার। উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা ভোটের প্রচার। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটায় আসলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বিদ্যাসাগরের ব্যবহৃত জিনিসপত্র ঘুরে দেখেন। বীরসিংহ গ্রামের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন।
খড়ারে প্রচারকালীন তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। গরমের মধ্যে শরীর ভালো রাখার জন্য কাঁঠালি কলা খাবার পরামর্শ দেন। গরমের মধ্যেও মানুষের উৎসাহের খামতি ছিল না।