পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ এপ্রিল: ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। “আমি ঝাড়গ্রামের লিস্ট প্রকাশ করে দেবো কারা ভুয়া চাকরি করে”। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ প্রণত টুডুর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আয়োজিত মহামিছিলে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন,” জঙ্গলমহল ভালো করে এর জবাব দেবে, জঙ্গলমহলে যৌথ বাহিনী আর হার্মাদ বাহিনীরা কোনদিনও জব্দ করতে পারেনি এখানকার সহজ, সরল সাদা সিধা মানুষদের। যত পুলিশি অত্যাচার হবে, মিথ্যা মামলা হবে, তত জঙ্গলমহলের মানুষ ভোটের দিন সুদে আসলে সব তুলবে”।
কিছু কিছু চাকরি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ি ও শান্তিকুঞ্জের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এগুলো সব তৃণমূলের লোকজন। আমার কাছে এলে আমি ভালো করে ওদের খাইয়ে দেবো। মঙ্গলবার হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ব্রাত্য বসু আমদানি করেছে চিটিংবাজ। ওই গুলো তৃণমূলের মাল। চাকরি প্রার্থী আবার কি? ভুয়ো চাকরি দিয়ে টাকা তুলেছে। আমি ঝাড়গ্রামের লিস্ট প্রকাশ করে দেবো, কারা ভুয়ো চাকরি করে”।
এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার আগে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হয়। প্রবল দাবদাহের মধ্যেও এদিনের এই মহা মিছিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের মিছিলের মধ্যমণি ছিলেন শুভেন্দু অধিকারী। মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার বিজেপির ক্লাস্টার উমেশ রায়, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, প্রাক্তন জেলা সভাপতি সুখময় সৎপতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।