Sukanta, Mamata, বেলগাছিয়ায় ভূমিধসে গৃহহীন হাজার হাজার মানুষ, তখনই বিলাসবহুল বিদেশ ভ্রমণ উপভোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী, কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ২৩ মার্চ: ভূমিধসে বিপন্ন হাওড়া। তিন দিন পরেও মাটি ধসছে। বিপন্ন হচ্ছে মানুষের জীবন আর জীবিকা। জল সঙ্কট মেটাতে গিয়ে মাটি খুঁড়ে পাইপ লাইন বসানোর কাজ চলছিল, সেই সময় মাটি ধসতে শুরু করে। কিন্তু ঘটনার পরেও পরিস্থিতির কোনো বদল হয়নি। স্থানীয় মানুষ বাড়িঘর ছেড়ে স্কুলে গিয়ে উঠেছে। এদিকে এই সময় লন্ডন সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার এই বিপুল সংখ্যক মানুষের দুর্দশার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বিলাসবহুল বিদেশ ভ্রমণ উপভোগ করছেন, আর হাওড়ার বেলগাছিয়ার হাজার হাজার মানুষ ভূমি ধসের কারণে গৃহহীন। নবান্ন থেকে অল্প দূরে থাকা এই এলাকাটি ধসের কবলে পড়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। বিষাক্ত মিথেন গ্যাস পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। পরিবারগুলি রাস্তায় নেমে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে।

তিনি লিখেছেন, এটি প্রথমবার নয়। বাংলার মানুষ এর আগেও এমন দুর্যোগের মুখোমুখি হয়েছে। তবুও মমতার জনবিরোধী সরকার এই সমস্যা সমাধানে কিছুই করেনি।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন,
দুর্নীতিবাজ তৃণমূল নেতারা সিন্ডিকেটের টাকা নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন। মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, তারা অবৈধ ব্যবসা চালিয়েছেন এবং জনসাধারণের তহবিল লুট করছেন। আর এখন, হাজার হাজার মানুষ সর্বস্ব হারানোর পর, সরকার পদক্ষেপ নেওয়ার ভান করছে।

এরপরই কটাক্ষ করে সুকান্ত মজুমদার লিখেছেন, মানুষের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাঁকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ তখন কোথায়? তথাকথিত তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায়? যখন প্রাথমিক পদক্ষেপে বাড়িঘর এবং জীবন বাঁচানো যেত তখন তারা কোথায়?

অভিযোগে সুরে তিনি জানান, বছরের পর বছর ধরে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের চেয়ে নিজের বিলাসিতাকে অগ্রাধিকার দিয়েছেন। যখন দরিদ্র ও অসহায় পরিবারগুলি কষ্ট পাচ্ছে, তখন তিনি অযৌক্তিক বিদেশ ভ্রমণ উপভোগ করছেন। তিনি প্রশ্ন করেছেন, “এই নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির কারণে বাংলা আর কতদিন ভুগবে? মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন জনগণের ত্রাণকর্তা হওয়ার ভান করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে যাবেন? এটা কেবল ব্যর্থতা নয়, এটা অপরাধমূলক অবহেলা।”

বৃহস্পতিবার হাওড়ার বেলগেছিয়া ভাগাড়ে ধস নামে। জলের পাইপ লাইনের কাজের সময় এই ধস নামে। প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ফাটল দেখা দেয়। অনেকের বাড়ি ঘরে ফাটল দেখা দেয়। আতঙ্কে স্থানীয়রা নিজেদের ভিটে মাটি ছেড়ে স্কুলগুলিতে আশ্রয় নেয়। এলাকায় নতুন বিপদ দেখা দিয়েছে শনিবার থেকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাটি থেকে মিথেন গ্যাস বেরচ্ছে, যা গঙ্গার জলে মিশছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বিপদ হতে পারে। ধসের কারণে মাটি ফেঁপে যাওয়ার কারণে বিদ্যুতের খুঁটিও হেলে পড়েছে। রাস্তাতেও ফাটল দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *