Army, Bankura, ঝাড়খন্ডে মাওবাদী হামলায় গুরুতর আহত সেনা জওয়ান বাঁকুড়ার পার্থ প্রতিম

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মার্চ: মাওবাদীদের পেতে রাখা আই ই ডি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ভারতীয় সেনা জওয়ান বাঁকুড়ার পার্থ প্রতিম দে। তাঁর বাড়ি বাঁকুড়া পুরসভার রাজগ্রামে। এই হামলায় মৃত্যু হয় পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডলের।

সিআরপিএফ সূত্রে জানা গেছে যে, শনিবার বিকেলে কর্তব্যরত অবস্থাতেই ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা থানা এলাকায় মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন এ রাজ্যের দুই সিআরপিএফ জওয়ান। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাঁচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল নামে আহত জওয়ানের। অন্যদিকে অপর আহত জওয়ান পার্থপ্রতিম দে এখনও চিকিৎসাধীন রয়েছেন রাঁচির ওই হাসপাতালেই। শনিবারই ঘটনার খবর এসে পৌঁছায় আহত পার্থ প্রতিম দে-র বাঁকুড়ার রাজগ্রামের বাড়িতে। তারপর থেকেই উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এক সহকর্মীর ফোনে পার্থপ্রতিমের সঙ্গে তাদের কথা হয়েছে। রবিবারই তার হাঁটুতে অস্ত্রোপচারের কথা রয়েছে। ঘটনার খবর পেয়ে আজ সকালে আহত জওয়ানের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন বাঁকুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর অপর্ণা চট্টোপাধ্যায়। তিনি জানান, গতকাল রাতে তাঁর স্ত্রীকে এই বিষয়টি জানানো হয়। আহত জওয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *