আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: এই প্রতিযোগিতার যুগে পড়ুয়াদের পদে পদেই পরীক্ষার মুখোমুখি হতে হয়। আর এই পরীক্ষার হাত ধরেই পড়ুয়াদের জন্য আসে নার্ভাসনেস, মানসিক চাপ। সেই মানসিক চাপ কমাতেই অষ্টম পরীক্ষা পে চর্চার দিন ঘোষণা করে দিল মোদী সরকারের শিক্ষা মন্ত্রক।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান,আগামী ১০ ফেব্রুয়ারি চলতি বছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হবে। দিল্লির ভারত মন্ডপমে এই অনুষ্ঠান হবে এবার।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, পাশ করলেই শুধু শিক্ষিত হয় না। শিক্ষা ব্যক্তিত্ব বিকাশের একটি মাধ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরীক্ষা পে চর্চা এখন ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের জন্য একটা বিরাট বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় পাস করা নয়, জীবনে এগিয়ে যাওয়ার এবং আত্মনির্ভর হবার মন্ত্র দেন।
তিনি জানান, এবারের পরীক্ষা পে চর্চা আরও বিরাট আকারে হচ্ছে। সারা দেশের প্রায় পাঁচ কোটি পড়ুয়া, অভিভাবক, শিক্ষক এতে অংশগ্রহণ করবেন। তাঁর মতে এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য, পুষ্টি, খেলা ধূলার প্রয়োজনীয়তা, ট্যাকনোলজি কিভাবে আমরা ব্যবহার করব এ বিষয়গুলিতে প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দেন। তাই শুধুমাত্র ছাত্রদের জন্যই নয়, এই পরীক্ষা পে চর্চায় শিক্ষক এবং অভিভাবকদেরও দিক নির্দেশে সাহায্য করবে।
পরীক্ষার প্রস্তুতি শুধুমাত্র কিছু জিনিস মুখস্ত করা আর সবটা বমি করে দেওয়ার মতো জিনিস নয়। শিক্ষা এমন একটি জিনিস যার মাধ্যমে রুচি বিকশিত হয়। পরীক্ষার প্রতি ছাত্রদের পজিটিভ ভাবনা যাতে তৈরি হয় তার চেষ্টা করা হয়।
এছাড়াও পরীক্ষা পে চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে একটি চাপমুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করাও লক্ষ্য। পরীক্ষার চর্চার মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া দিক নির্দেশিকায় ছাত্ররা শুধু যে বেশি নম্বর পাবে এটাই লক্ষ্য নয়, আগামী জীবনে তারা তাদের স্বপ্ন যাতে পূরণ করতে পারে সেটাই লক্ষ্য।
সুকান্ত মজুমদার জানান, পরীক্ষা পে চর্চার এটি অষ্টম সংস্করণ। ১০ ফেব্রুয়ারি দূরদর্শন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন মানুষ। শোনা যাচ্ছে এবারে পরীক্ষা পে চর্চায় সদগুরু দীপিকা পাড়ুকোন, মেরি কমের মতো একাধিক সেলিব্রেটিও উপস্থিত থাকতে পারেন। এবার একটু অন্য রকম ভাবে এই অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। ডিসেম্বর মাস থেকে দেশজুড়ে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে এই পরীক্ষা পে চর্চার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানাগেছে।