আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: বদলে যাচ্ছে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোর নাম। জোমাটোর বদলে এবার থেকে এই সংস্থার নাম হবে ইটারনাল। বৃহস্পতিবার দীপেন্দর গোয়েল জোমাটোর শেয়ার হোল্ডারদের একটি চিঠিতে জানিয়েছেন, যখন এই নাম বদল অনুমোদিত হয়ে যাবে, আমাদের কর্পোরেট ওয়েবসাইট জোমাটো ডট কম থেকে হয়ে যাবে ইটারনাল ডটকম।
তিনি জানান, “আমরা আমাদের স্টক টেকার জোমাটো থেকে বদলে ইটারনাল করে দেব। ইটারনালের মূলত চারটি প্রধান ব্যবসা থাকবে, জমাটো, ব্লিঙ্কইট, ডিস্ট্রিক্ট, হাইপারপিওর। জোমাটোর নাম বদলের প্রস্তাবে সংস্থার বোর্ড অফ মেম্বার্সরা এই বিষয়ে অনুমোদন দিয়েছে।
কিন্তু কেন এই নাম বদল? দীপেন্দর গোয়েল জানিয়েছেন, যখন থেকে ব্লিঙ্কইট অধিগ্রহণ করা হয়েছে, তখন থেকেই সংস্থা এবং ব্র্যান্ড বা অ্যাপের মাধ্যমে পার্থক্য গড়ে তুলতে অভ্যন্তরীণভাবে জোমাটোর নাম বদলের প্রক্রিয়া শুরু হয়। তিনি ভেবেছিলেন যে, ভবিষ্যতে যেদিন জোমেটো ছাড়িয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে তারা আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন, তখন নতুন নাম প্রকাশ করা হবে। ব্লিঙ্ককিটের মাধ্যমে সেই জায়গাটা অধিকার সম্ভব হওয়ায় এখন জোমাটো লিমিটেড থেকে সংস্থার নাম বদলে হচ্ছে ইটারনাল লিমিটেড।