Annual Sports, Chandrakona, চন্দ্রকোনা স্টেডিয়ামে ৪৪তম প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন মন্ত্রী মানস ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে ৪৪তম প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার। জানা গিয়েছে দুই দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা। এইদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা সূচনা হয়। সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে।

উপস্থিত ছিলেন মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইঞা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে, বিধায়ক সুজয় হাজরা, দিনেন রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, প্রাক্তন বিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, অখিল বন্ধু মহাপাত্র, রাজীব ঘোষ, সাগর মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *