আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ নভেম্বর: “গোটা রাজ্যটা রেফার সিস্টেমে চলছে, এবার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেফার করে দিতে হবে,” নৈহাটি উপ নির্বাচনে শেষ বেলার প্রচারে এসে এই ভাষাতেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী রূপক মিত্রর প্রচারে একটি রোড শো অনুষ্ঠিত হয় সেই রোড শো’তে নেতৃত্ব দেন সুকান্ত মজুমদার, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপির অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
ভোট প্রচারে অবমাননাকর মন্তব্যের জেরে সুকান্ত মজুমদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদার এদিন বলেছেন, পুলিশের উর্দি পরে তৃণমূলের দালালি করবেন না। যদি দালালি করতে হয়, তাহলে অশোকস্তম্ভ খুলে রেখে করুন। নিজের বক্তব্যে অনড় থেকে সোমবার বিকেলে নৈহাটি কেন্দ্রের দলীয় প্রার্থী রূপক মিত্রের সমর্থনে প্রচারে এসে তিনি বলেন, শোকজের উত্তর দিয়ে দেব। তাঁর কথায়, সরকারি কর্মচারী যারা অশোকস্তম্ভ ব্যবহার করেন। তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। যারা তৃণমূলের হয়ে দালালি করেন তাদের অশোকস্তম্ভ ব্যবহার করার নৈতিক অধিকার নেই। তাঁর দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা প্রকল্পে মহিলাদের মাসে তিন হাজার টাকা দেওয়া হবে।