Tathagata Roy, Dilip Mohlanabish, “এমন মানুষ আমাদের রাজ্যে খবর হন না”, ডাঃ দিলীপ মহলানাবিশকে শ্রদ্ধা তথাগত রায়ের

আমাদের ভারত, ১২ নভেম্বর: ‘পদ্মবিভূষণ’ (২০২৩) ও শিশুরোগ বিশেষজ্ঞ, ডাঃ দিলীপ মহলানাবিশকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ভারত ও পশ্চিমবঙ্গের এক মহান সন্তানের আজ জন্মবার্ষিকী, যাঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। ডাঃ দিলীপ মহলানাবিশ (১৯৩৪-২০২২), যিনি ডায়রিয়াজনিত রোগের জন্য সস্তা কিন্তু কার্যকর ওরাল রিহাইড্রেশন থেরাপি প্রয়োগ করেছিলেন। এমন মানুষ আমাদের রাজ্যে খবর হন না।”

প্রসঙ্গত, দিলীপ মহলানাবিশ (১২ নভেম্বর, ১৯৩৪—১৬ অক্টোবর, ২০২২) ওরাল রিহাইড্রেশন থেরাপির পথপ্রদর্শক হিসেবে পরিচিত। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি কলকাতার জনস হপকিন্স ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এ কলেরা এবং অন্যান্য ডায়রিয়াজনিত রোগ নিয়ে গবেষণা করেন। ১৯৭১ সালে পূর্ববঙ্গ (বর্তমানে বাংলাদেশ) থেকে যাঁরা পশ্চিমবঙ্গে আশ্রয় প্রার্থনা করেছিল, তাদের মধ্যে কলেরা শুরু হলে তাঁর রিহাইড্রেশন থেরাপি নাটকীয় জীবন রক্ষাকারী হিসাবে পরিগণিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *