আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ নভেম্বর:
এক ব্যক্তিকে হুমকি দিয়ে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠলো নৈহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
আগামী ১৩ নভেম্বর নৈহাটি সহ রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর ঠিক তার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
জানাগেছে, এক ব্যক্তিকে হুমকি দিয়ে তার পোষ্ট অফিসে জমানো টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে রূপক মিত্রের বিরুদ্ধে। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি “আমাদের ভারত”। ইতিমধ্যেই গোটা বিষয়টি বিশদে জানিয়ে জেঠিয়া থানায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। নির্বাচনের পাক মুহূর্তে খবরটি চাউর হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর।
অভিযোগ ২০১৫ সালে জীবনকৃষ্ণ নামে এক ব্যক্তির কাছ থেকে নানান অজুহাতে ২ লক্ষ টাকার বেশি হাতিয়ে নিয়েছিল নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপক মিত্র। এবার সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে রূপক মিত্রকে ভোট না দেবার আবেদন করেছেন জীবনকৃষ্ণবাবু। এপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী সনত দে’র দাবি, তারা গোটা ঘটনাটি শুনেছেন। তাঁর কথায়, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নৈহাটি, হালিশহরে কান পাতলে এমন অনেক কিছুই শোনা যাবে। তবে নির্বাচন মিটে গেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী।
অপরদিকে বিজেপি প্রার্থী রূপক মিত্রের পাল্টা দাবি, ওই ব্যক্তি একসময় তার বাড়িতে সাফাইয়ের কাজ করতেন। যদিও জীবন কৃষ্ণের কাছ থেকে কোনরকম টাকা নেবার কথা সরাসরি অস্বীকার করেন বিজেপি প্রার্থী।