আমাদের ভারত, ১৬ মে: দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রথম পাশ হয়েছে দেবভূমি হিসেবে পরিচিত বিজেপি শাসিত উত্তরাখন্ডে। তা নিয়ে দেশে বিতর্ক হয়েছে অনেক। কিন্তু লোকসভা ভোট পর্বের মধ্যে সে রাজ্যের সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তত হরিদ্বারের সাবির সাহেব দরগার প্রধান সাদাব সামস প্রকাশ্যে নরেন্দ্র মোদীকে সমর্থন করলেন।
তিনি বলেন, আমি লোকসভা ভোটে মোদীজির জয়ের জন্য প্রার্থনা করেছি। তিনি বিশ্বের সামনে শক্তিশালী ভারতীয় নেতৃত্বের যে উদাহরণ তুলে ধরেছেন তা প্রশংসার দাবি রাখে। তারই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।” তার আশঙ্কা লোকসভা ভোটে বিরোধীরা জিতলে দেশ আবার দুর্বল নেতৃত্বের হাতে চলে যাবে। লোকসভা ভোটে মোদী নেতৃত্বাধীন এনডিএর জয় কামনা করে সাবির সাহেব দরগায় চাদর চরানোর পর শাদাব বলেন, পুরো বিশ্ব যুদ্ধের মেঘে ঢেকে যাচ্ছে। বিশৃঙ্খলা ও সংঘাতের আবহাওয়া বিভিন্ন দেশকে গ্রাস করেছে। এমন সময় ভারতের প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব।
বিরোধীদের তরফে বিজেপির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের যে অভিযোগ তোলা হয়, তাকে সম্পূর্ণ ভাবে খারিজ করে তিনি বলেন, ভারতের মুসলিমদের কোন সঙ্কট নেই।