সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ মে: তার সম্বন্ধ্যে মিথ্যা অপপ্রচার ও সাংসদ তহবিল নিয়ে উদ্যেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যাচারের অভিযোগে বাঁকুড়া লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি ও এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
আজ সকালে বাঁকুড়া আদালতে মামলা দায়ের করার পূর্বে সুভাষবাবু বলেন, তৃণমূল প্রার্থী বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছেন। সাংসদ তহবিলের টাকা নিয়ে নির্বাচনের প্রাক্কালে উদ্যেশ্যপ্রণোদিত ভাবে ভুল তথ্য পরিবেশন।করে চলেছেন। ইলেকশন কোড অফ কনডাক্টকে না মেনে তিনি মিথ্যাচার করে চলেছেন। সে কারণেই আদালতে তার বিরুদ্ধে মামলা করার পাশাপাশি এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হচ্ছে।তিনি বলেন, সাংসদ তহবিলের টাকা খরচের অডিট করা হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়। এগুলো সবই জেলাশাসক এর মাধ্যমে হয়।কাজেই সাংসদ তহবিল নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
এদিন সকালে বাঁকুড়া আদালতে সুভাষবাবুর পক্ষে মামলা করতে হাজির হন ব্যারিস্টার কৃষ্ণেন্দু গুপ্ত, কনকেন্দু চট্টোপাধ্যায়, সুপ্রিয় মৈত্র সহ এক ঝাঁক আইনজীবী।
মামলা প্রসঙ্গে কৃষ্ণেন্দু গুপ্ত বলেন, নির্বাচনের মুখে এভাবে কথা বলা যায় না।এখন দেখা যাচ্ছে যে যা খুশি, যার তার নামে বলে দিচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। নির্বাচনের মুখে সুভাষবাবুর বিরুদ্ধে উদেশ্য প্রণোদিত ভাবে মন্তব্য করার জন্য ১৭১/জি ও ১২৩ ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। সাথে সাথে একশো কোটি টাকার মানহানির মামলাও দায়ের করা হচ্ছে।