Himant Biswa Sharma, BJP, বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে যুক্ত করা হবে, বড় দাবি হিমন্তের

আমাদের ভারত, ১৬ মে: বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। সেখানে দিকে দিকে উঠেছে আজাদী স্লোগান। এর মাঝে ঝাড়খন্ডে ভোট প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, বিজেপি ৪০০ পার করলে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করার চেষ্টা করা হবে।

বিরোধীরা দাবি করছেন, বিজেপি ক্ষমতায় এলে সংবিধান বদলে ফেলবে। বিরোধীদের সেই দাবির পাল্টায় অসমের মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় এলে বিজেপি সরকারের লক্ষ্য হবে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করে নেওয়া। তিনি বলেন, “যখন আমরা ৩০০ পার করেছিলাম তখন আমরা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছি, রাম মন্দির তৈরি করেছি। এবার ৪০০ পার করলে পাক অধিকৃত কাশ্মীর যাতে ভারতের অংশ হয় তা নিশ্চিত করবো। আসল খেলা তো ৪০০ পারের পর হবে। কয়েক দিন ধরে পাক অধিকৃত কাশ্মীরে আজাদির রব উঠেছে। ৪০০ পার মানে ভারতে পাক অধিকৃত কাশ্মীর ফিরে আসা।” ওখানে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে, সবাই ভারতের পতাকা হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।”

একই সঙ্গে কংগ্রেস সরকারকে আক্রমণ শানিয়ে হিমন্ত বলেন, যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন আমাদের বলা হতো একটা কাশ্মীর ভারতের, আর একটা পাকিস্তানের। পাকিস্তানের কাছে যে অধিকৃত কাশ্মীর রয়েছে এই বিষয় নিয়ে কখনো আলোচনাই হয়নি।এটাতো আসলে আমাদেরই।

এর আগে মন্দির নিয়েও বড় ঘোষণা করেছেন হিমন্ত। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ভাবছেন হিন্দুরা শুধু রাম জন্মভূমি নিয়ে সন্তুষ্ট থাকবে। বিজেপি ক্ষমতায় এলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে, বারানসির জ্ঞানব্যাপীতেও মন্দির তৈরি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *