সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি: একটি ভালুক নিয়ে খেলা দেখাতে এসে বন দফতরের কর্মীদের হাতে ধরা পড়ল এক যুবক। ভালুকটিকে সারেঙ্গা বনদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে, যুবককে আজ খাতড়া আদালতে পেশ করা হয়। ধৃত যুবক মহম্মদ রাজ বিহারের বাঁকা জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ওই যুবকটি সারেঙ্গার গ্রামে খেলা দেখাতে থাকে। খবর পেয়ে বনকর্মীরা তার খোঁজ নিয়ে পিঠাবাঁকড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে এবং ভালুকটিকে উদ্ধার করে। উদ্ধার করা ভালুকটি পূর্ণবয়স্ক। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বন দফতর। বন দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলার পরিবেশবাদী সংস্থার প্রধান ঝর্ণা গঙ্গোপাধ্যায়।