বিজেপি যুব মোর্চার রাজ্য নেতার স্ত্রী যোগ দিলেন ঘাসফুলে

আমাদের ভারত, কলকাতা, ২১ ডিসেম্বর: গত পরশু তৃণমূলকে বড় আঘাত দিয়েছিল বিজেপি। এবার তৃণমূল পাল্টা আঘাত হানল বিজেপি শিবিরে। বিজেপির রাজ্য নেতা সৌমিত্র খাঁ স্ত্রী যোগ দিলেন তৃণমূলে। তবে এর কোনও প্রভাব দলে পড়বে না বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত পরশু তৃণমূলের ঘর ভেঙে ছিল বিজেপি। অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন শুভেন্দু সহ এক ঝাঁক তৃণমূল নেতা। এবার পাল্টা আঘাত হানল তৃণমূল। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা খাঁ যোগ দিলেন তৃণমূলে। আজ দুপুরে তৃণমূল ভবনে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের হাত থেকে তিনি ঘাসফুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। তিনি জানিয়েছেন, দলের সম্মান না পাওয়ার জন্যই তাঁর এই শিবির ত্যাগ।

গত লোকসভা নির্বাচনে আদালতের নির্দেশে সৌমিত্র খাঁ এলাকায় প্রচার করতে পারেননি। তাঁর হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন স্ত্রী সুজাতা খাঁ। দিনরাত চষে বেরিয়েছিলেন এলাকা। নির্বাচনে জিতে ছিলেন সৌমিত্র খাঁ। সম্প্রতি সৌমিত্র খাঁকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি করা হয়েছে, কিন্তু তারপরেও তাঁর স্ত্রী যোগ দিলেন তৃণমূলে। রাজনৈতিক মহলের বক্তব্য, সুজাতা খাঁর আশা ছিল, যেহেতু তিনি তার স্বামী সৌমিত্র খাঁ তথা বিজেপির হয়ে কাজ করেছিলেন, তাই হয়তো আগামী দিনে তিনি যথেষ্ট গুরুত্ব পাবেন। অনেকের কাছেই শোনা গিয়েছিল তাঁকে হয়তো রাজ্য স্তরের কোনও দায়িত্ব দেওয়া হবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। সেই কারণেই তিনি আশাহত হয়ে তৃণমূলে যোগ দিলেন বলে বিজেপির একাংশের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *