আমাদের ভারত, মালদা, ২১ ডিসেম্বর: জাল আধার কার্ড, মোবাইল ফোন সহ এক বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। হবিবপুর থানার আইহো এলাকার ঘটনা। গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বাড়িতে। সেখানে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশী। ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আর এই নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফারুক শেখ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার বাসিন্দা। বাড়ির মালিক জয়দেব মাহাতো। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ অভিযান চালায় আইহো অঞ্চলের চাপায় চণ্ডীপুর গ্রামে। জয়দেব মাহাতোকেও পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে জাল আধারকার্ড ও একটি মোবাইল ফোন।
জেলা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি মালদা এসে বলেছিলেন, অনুপ্রবেশকারীরা এদেশে এসে সমস্ত অবৈধ কাজ কর্ম করে, তারাই ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতায়। তার উদাহরন আমরা পেয়েছি আইহো এলাকায়, সেখানে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর থেকে বড় প্রমান আর কিছু হয় না।
পাল্টা তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মুখে তাকিয়ে বিজেপির কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার জন্য এদের এনেছে। অনুপ্রবেশের সমস্যা বিগত দিনেও ছিল। এটার দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। বর্ডার পাহারা দেয় কেন্দ্র। আধার কার্ড তৈরি করে কেন্দ্র, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই সুতরাং এই অভিযোগ করে বিজেপির কোনও লাভ হবে না।