স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ ডিসেম্বর: “তৃণমূল কংগ্রেসে যোগ্য সম্মান পাইনি, যেখানে সম্মান নেই সেখানে থাকা যায় না। যাঁর হাত ধরে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা পেয়েছিলাম সেই শুভেন্দু অধিকারীর একনিষ্ট অনুগামী হিসেবে এবং মোদিজীর নেতৃত্বে সার্বিক উন্নয়নের লক্ষ্যেই পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপিতে যোগদান করেছি।” রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন সদ্য বিজেপিতে যোগদানকারী তৃণমূল নেতা তথা কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক কার্তিক চন্দ্র পাল।
গত ১৯ শে ডিসেম্বর মেদিনীপুরের অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারীর সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক তৃণমূল নেতা কার্তিক পালও বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানের পর সোমবার রায়গঞ্জ শহরে বিজেপির জেলা কার্যালয়ে কার্তিক পালকে সম্বর্ধনা জানান বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিজেপি কর্মীরা। বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কার্তিক পাল বলেন, তৃণমূলে তাঁকে যোগ্য সম্মান না দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে তাঁকে অসম্মান করা হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ টাউন কমিটির সভাপতি ছিলেন সেখান থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জে দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না। বহু উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছে তৃণমূল। তাই যেখানে সম্মান নেই সেখানে তিনি থাকবেন না বলেই তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজ্য ও দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপিতে যোগদান করলেন।
কার্তিক পালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, কার্তিক পালকে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান করা হয়েছে, এমনকি চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁকে রাজ্য সরকার পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে। এর চাইতে আর বড় সম্মান কি পেতে পারেন কার্তিকবাবু, পাল্টা এই প্রশ্নই তুলেছেন সন্দীপ বিশ্বাস।