Arjun Singh, Tmc ব্যারাকপুরে ক্রমশ জমে উঠছে বিজেপি ও তৃণমূল প্রার্থীর বাক যুদ্ধ, এবার পার্থ ভৌমিক কে মূর্খ বলে কটাক্ষ অর্জুনের

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ এপ্রিল: নববর্ষের শুরুতে ব্যারাকপুরের সমস্ত তৃণমূল নেতৃত্বকে মঞ্চে এনে সকলে তৃণমুলের পরিবার বলে দাবি করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অপর দিকে তৃণমূল সহ একাধিক দলের নেতা কর্মীদের বিজেপিতে যোগ দান করিয়ে সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এমন কি নৈহাটি গৌরীপুর জুট মিলের প্রসঙ্গ টেনে এনে পার্থ ভৌমিককে মূর্খ বলে কটাক্ষ করলেন অর্জুন সিং।

প্রতিদিন একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিজেপি প্রার্থী। সোমবার সেই প্রচারের মাঝে ব্যারাকপুরের মাতারাঙ্গিতে বিজেপির কার্যালয়ে শতাধিক তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন অর্জুন সিং। সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “তৃণমূলে এমন বহু নেতা কর্মী আছে যারা তৃণমূলের অন্যান্য দুর্নীতিগ্রস্ত নেতাদের মত লুটেপুটে খাচ্ছে না, সেই ৯০ শতাংশ লোক তৃণমূলের মধ্যে থেকেও তারা বিক্ষুব্ধ। আর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে এখনো তৃণমূলের অন্দরে থাকা সেই তৃণমূল নেতা কর্মীদের সাথেই লড়াই করতে হচ্ছে তারপর তো তিনি বিজেপি সাথে লড়াই করবেন।”

সম্প্রতি ভোটের আবহে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হয় বাম আমলে বন্ধ হওয়া গৌরিপুর জুট মিল খুলে যাচ্ছে। এমনকি সাফসুতরো করাও শুরু হয়ে যায়। পার্থ ভোমিকও জুট মিল খুলে যাওয়ার দাবি করেছিলেন। সেই প্রসঙ্গে, পার্থ ভৌমিককে মূর্খ বলে কটাক্ষ করলেন অর্জুন সিং। তিনি বলেন, এই জুট মিলের কয়েক কোটি টাকা প্রভিডেন্ট ফান্ড খাতে বাকি আছে। এছাড়া ব্যাঙ্কলোন রয়েছে। সেগুলো শোধ না করে কি করে জুট মিল খুলবে? তাছাড়া জুট মিলের যন্ত্রপাতি চুরি হয়ে গেছে এমনকি মাটি কেটেও বিক্রি হচ্ছে।

রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হলে কি কি করবেন সেই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সেই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “পার্থ ভৌমিক মেট্রোরেল কে কল্যাণী পর্যন্ত সম্প্রসারিত করবেন বলছেন; উনি একজন মিথ্যাবাদী, কারন এখনো মেট্রোর জন্য ২ হাজার ৩০০ কোটি টাকা পড়ে আছে। যদি রাজ্য সরকার বিটিরোডের মাটির তলার জলের লাইন সরিয়ে নিত তাহলে এইদিকে অনেক আগেই মেট্রো এসে যেতো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *