Soham Chakraborty, TMC, জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে নিয়ে প্রচার বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ এপ্রিল: হুড খোলা জিপে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সোমবার জলপাইগুড়ি শহরের নয়াবস্তি মোড় থেকে প্রচার র‍্যালি শুরু হয়। হাত জোড় করে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানালেন অভিনেতা সোহম। হুড খোলা জিপে পুরসভার উপপ্রধান সৈকত চট্টোপাধ্যায় ছিলেন। অভিনেতাকে সামনে পেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

এ দিন সোহম র‍্যালিতে যোগ দেওয়ার আগে সংবাদ মাধ্যমকে জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে এই লক্ষ্যে প্রচার চলছে।”

অন্যদিকে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ময়নাগুড়ির প্রচারকে কেন্দ্র করে সোহমকে পাল্টা আক্রমণ করতে গিয়ে বললেন,” মিঠুন আঙ্কেলকে আমরা চরম শ্রদ্ধা। তাঁকে প্রমাণ জানাই ও ভালোবাসি। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে সোনার বাংলা বিজেপি নয়, করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বলতে গিয়ে কোথাও মনে হয় ওনার ভুল হয়ে গিয়েছে।

অন্যদিকে জলপাইগুড়ির ঝড় প্রসঙ্গে সোহম বলেন, “মুখ্যমন্ত্রীর এই অসহায় পরিবারগুলিকে রাজনীতির বাইরে গিয়ে সাহায্য করতে চাইছে, কিন্তু বিজেপি সেটা চাইছে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রশংসা করলেন সোহম। বিজেপি বুঝে গিয়েছে তৃণমূলকে রোখা যাবে না। যে যাই করুক, তৃণমূল কর্মীদের রোখা তো যাবেই না, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়া তো দূরের কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *