সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জানুয়ারি: যক্ষা রোগ মুক্ত সমাজ গড়তে আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে টিকাকরণ শুরু হচ্ছে।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। আজ জেলা স্বাস্থ্য ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বাঁকুড়া জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন। ডাঃ সরেন জানান যে, প্রথম দফায় বাঁকুড়া, বিষ্ণুপুর সহ আলিপুরদুয়ার, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, রামপুরহাট সাত স্বাস্থ্য জেলায় এই কর্মসূচি পালিত হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা টিবি আধিকারিক ডাঃ তন্ময় কুমার ঘোষ জানান, প্রথম দফায় রাজ্যের ৬ লক্ষ ৮১ হাজার মানুষকে টিকাকরণ করা হবে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার বাঁকুড়া ও খাতড়া মহকুমায় তিন হাজার আক্রান্তকে টিকা দেওয়া হবে। রোগ প্রতিরোধ এই টিকাকরণের মুখ্য উদ্দেশ্য। “টিবি মুক্ত বাংলা টিবি মুক্ত দেশ” এই থিম টিকাকরণ কর্মসূচির।