সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: রঙ খেলে দামোদর নদের বড়জোড়া কৃষ্ণনগর ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো দুই ভাই- এর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত দু’ জন সোনু চৌরাশিয়া (১৪) ও সোনি চৌরাশিয়া (১৬)। বিহারের বাসিন্দা প্রমোদ চৌরাশিয়া বড়জোড়া শিল্পাঞ্চলে একটি কারখানার ঠিকা কর্মী। পরিবার নিয়ে তিনি বড়জোড়ার রায় কোলনীতে ভাড়া বাড়িতে থাকেন। এদিন সোনুরা ৯ জন বন্ধু মিলে হোলি খেলার পর দামোদর নদের কৃষ্ণনগর ঘাটে স্নান করতে নামে। আচমকা তারা জলের তোড়ে ভেসে যায়।
সোনু ও সোনি দুই ভাই তলিয়ে গেলেও বাকিরা সাঁতরে পাড়ে উঠে আসে। পরে কিছুটা দূরে তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।