সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ মার্চ: লোকসভা ভোট সামনেই। সমান তালে শুরু হয়েছে ভোট প্রচার। বাঁকুড়া লোকসভা আসনে দুই প্রধান প্রতিপক্ষ বিজেপির ডাঃ সুভাষ সরকার ও তৃণমূলের অরূপ চক্রবর্তী সমানে প্রচার শুরু করে দিয়েছেন। আজ দোলকে উপলক্ষ করে দু’জনেই নেমে পড়েছেন জনসংযোগ ও প্রচারে।
আজ সকালে বিজেপি প্রার্থী সুভাষবাবু সাতসকালেই নিজ বাসভবন এলাকায় প্রতিবেশী ও আগত মানুষজনের সঙ্গে আবির ও রঙ বিনিময় করে ভোটে আশীর্বাদ কামনা করেন। এরপরেই তিনি রাজগ্ৰামে ইসকন মন্দিরে যজ্ঞে আহুতি দেন। উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দীর্ঘক্ষণ তিনি যজ্ঞকুন্ডের সামনের আসনে বসে আহুতি দেন।
অপরদিকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এদিন সকালে হাজির হন গৈরা গ্রামের মন্দিরে। সেখানে দোল
পূর্ণিমা উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। অরূপবাবু মন্দিরে গিয়ে দু’হাত তুলে হরিনামে গলা মেলান। তারপর কীর্তনীয়াদের দলে ভিড়ে হাতে করতাল নিয়ে বাজাতে থাকেন। তার এই কাজ দেখে কেউ হতবাক হয়ে পড়েন, কেউ বা হাততালি দিতে থাকেন। অরূপবাবু বলেন, মন্দিরে এসে জয় কামনা করলাম, আর ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম।