আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,২৫ মার্চ: টিটাগড়ের ২ নম্বর ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়ে তৃণমূল প্রার্থীর নাম লেখার অভিযোগ। যদিও ঘটনার দায় অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর বিজেপির টিটাগড় মন্ডলের পক্ষ থেকে টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিন থানায় অভিযোগ জানাতে আসেন মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদ, বিশাল যাদব সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদের অভিযোগ, গত ২৬ তারিখ তারা এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে লিখেছিলেন। কিন্তু শাসক দলের লোকজন তাদের সেই দেওয়াল লিখন মুছে দিয়েছে, এবং সেই দেওয়ালে তারা তৃণমূল প্রার্থীর হয়ে লিখেছেন। বলতে গেলে বিজেপি কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তার অভিযোগ, শাসক দলের পায়ের নিচের জমি সরে যাচ্ছে, তাই ওরা এই ধরনের কাজ করেছে। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, আগামীতে তারা বৃহত্তর আন্দোলন করার পাশাপাশি রাস্তা অবরোধে সামিল হবেন।
যদিও টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তাই দেওয়াল লেখাকে কেন্দ্র করে ওরা একটা ইস্যু তৈরী করতে চাইছে। পুরপ্রধানের প্রশ্ন আমার ওয়ার্ডে অনেক দেওয়াল ফাঁকা আছে লিখুক না। ক্ষতি কোথায়। তাঁর দাবি, ওখানে সন্দেশখালি লেখা ছিল। সেটাই শুধু মুছে দেওয়া হয়েছে। এর থেকে প্রমাণ হয় না যে, তৃণমূল ওদের দেওয়াল লিখন মুছে দিয়েছে। সমস্ত অভিযোগটাই ভিত্তিহীন।