আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ ফেব্রুয়ারি: লোনের প্রলোভন দেখিয়ে স্বামী স্ত্রী মিলে চালালো প্রতারণা, আর যার জেরে সর্বসান্ত হলো এলাকার বহু মহিলা।
নৈহাটির ইন্দিরা নগর কলোনি এলাকার বাসিন্দা পলি দাস দত্ত সাধারণ মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে, আবার কখনো নিজের অসুবিধার কারণ দেখিয়ে টাকা ধার নিয়ে স্বামীকে নিয়ে উধাও হয়ে যান। এখানেই শেষ নয়, এলাকার ১১ জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে মহিলাদের কাছ থেকে সেই লোনের টাকা শোধের নাম করে টাকা নিয়ে ব্যাঙ্কে না জমা দিয়ে সমস্ত টাকা নিজে আত্মসাৎ করে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং এলাকার মহিলারা তাদের বাড়িতে এসে দেখে তারা বাড়িতে নেই উধাও হয়ে গিয়েছে। ওই মহিলার নামে
এ বিষয়ে তারা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।