Jalpaiguri, Bond, হিমঘরে আলুর বন্ড বিলি নিয়ে বৈঠক জলপাইগুড়ি জেলা প্রশাসনের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি: হিমঘরে আলু রাখার বন্ড বিলি ও অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার জরুরি বৈঠকে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন। এদিন জেলাশাসকের দফতরে জেলাশাসক শামা পারভিনের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবহালে, হিমঘর কর্তৃপক্ষ, বিভিন্ন ব্লকের বিডিওদের নিয়ে বৈঠক হয়৷ প্রত্যেক হিমঘরের ৩০ শতাংশ জায়গা জেলাপ্রশাসনের জন্য সংরক্ষিত রাখতে হবে। প্রত্যেক কৃষক হিমঘরে যেন আলু রাখতে পারেন সেদিকে নজর দেওয়া হচ্ছে। যে সকল কৃষকদের কৃষাণ ক্রেডিট কার্ড রয়েছে সকলেই হিমঘরে আলুর রাখতে পারবেন৷

গতবছর ২৫ কুইন্টাল আলু রাখতে পারতেন কৃষকরা, এ বছর বাড়িয়ে তা ৩৫ কুইন্টাল করা হয়েছে। ৭০ বস্তা আলু রাখতে পারবেন কৃষকরা। এদিন হিমঘর কর্তৃপক্ষকে হিমঘরের নিরাপত্তা দ্রুত খতিয়ে দেখতে বলা হয়েছে বৈঠক থেকে। সম্পূর্ণ হিমঘরের যন্ত্রাংশ ভালভাবে পরীক্ষা নিরিক্ষা করে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে জেলার প্রায় কুড়িটি হিমঘরে বন্ড বিলি শুরু হবে, চলবে ৭ মার্চ পর্যন্ত। প্রত্যেক হিমঘরের সামনে নিরাপত্তা জোরদার করতে পুলিশের নজরদারি থাকবে। ১০ মার্চ থেকে হিমঘরে আলু লোডিং প্রক্রিয়া শুরু হবে।

জেলাশাসক শামা পারভিন বলেন, “হিমঘরের আলু বন্ড ও নিরাপত্তা নিয়ে বৈঠক হলো। এবছর কৃষকরা গত বছরের থেকে বেশি আলু রাখতে পারবেন।”

হিমঘর অ্যাসোসিয়েশনের তরফে বাহাদুর হিমঘর কর্তৃপক্ষ বিনীত খরিয়া বলেন, “কুড়িটি হিমঘরের প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে। আশাকরি সব কিছু সুস্থভাবে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *