আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি:কৃষকদের জমির আলুর ন্যায্য দাম সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটি। সোমবার শহরে মিছিল করে সংগঠনের নেতা কর্মীরা জেলাশাসকের দফতরের সামনে হাজির হয়েছিলেন। সেখানে কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তারা। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ বাহিনী আন্দোলনকারীদের গেটের সামনে আটকে দেন। এরপর সংগঠনের প্রতিনিধিরা জেলাশাসকের দফতরে স্মারকলিপির মাধ্যমে দাবিপত্র তুলে দেন। দাবিপত্রে
উল্লেখ করা হয়েছে, আলুর লাভজনক সহায়ক মূল্য প্রদান করে সরাসরি কৃষকদের থেকে আলু কিনতে হবে সরকারকে। প্রকৃত কৃষকদের আলু হিমঘরে রাখার ব্যবস্থা করতে হবে৷ সব ধরণের ফসল চাষে সহজ প্রদ্ধতিকে বিমার আওতায় আনতে হবে। কৃষি ঋণ মকুব করতে হবে। জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিল করতে হবে। জব কার্ড হোল্ডারদের সারা বছরে দুশো দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি প্রদান করতে হবে৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করার দাবি তোলা হয়েছে সংগঠনের তরফে।
সংগঠনের জেলা সম্পাদক সুরেশ রায় বলেন, “আলুর উৎপাদন খরচের থেকেও দাম কম পাচ্ছেন কৃষকরা। দ্রুত সমস্যা সমাধান করতে এদিনের আন্দোলন।”