পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মেদিনীপুর- হাওড়া রুটের ট্রেন গুলির অস্বাভাবিক দেরিতে চলা, পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া, রেল বেসরকারিকরণের প্রতিবাদে মেদিনীপুরে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট।ভবানী চক্রবর্তীর নেতৃত্বে তিন জনের প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেন। স্টেশন ম্যানেজার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।
ভবানী চক্রবর্তী জানান, রেলের বিভিন্ন দাবি নিয়ে আমাদের গণ স্বাক্ষর কর্মসূচি চলছে। আগামী ২৭ ফেব্রুয়ারি খড়্গপুর ডিআরএম দপ্তরে গণ বিক্ষোভের কর্মসূচি রয়েছে।এই গণ বিক্ষোভে সর্বস্তরের জনগণকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।