Platform ticket, New Delhi, দুর্ঘটনা এড়াতে নয়াদিল্লি রেল স্টেশনে বন্ধ করা হল প্ল্যাটফর্ম টিকিট বিক্রি

আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: পদপিষ্টের ঘটনার পর কড়া সতর্কতা নয়াদিল্লি রেল স্টেশনে৷ কোনও রকম দুর্ঘটনা এড়াতে এবার বন্ধ করে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের বিক্রি।

সোমবার থেকে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ কুম্ভমেলার শেষ দিন পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে রেলওয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷

রেল কর্মকর্তারা জানান, যাত্রীদের স্টেশনে ছাড়ার জন্য পরিবারের অন্যান্য ব্যক্তিরাও তাঁদের সঙ্গে স্টেশনে আসেন৷ তাতেই ভিড় বেড়ে যায়৷ পদপিষ্ট হওয়ার দিনও প্রচুর সংখ্যক মানুষ তাদের পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে আসেন। প্ল্যাটফর্মে যাত্রী সংখ্যা এমনিতেই বেশি ছিল৷ এই পরিস্থিতিতে প্ল্যাটফর্ম টিকিট কেটে আসা লোকের সংখ্যাও বেড়ে যাওয়ায় ভিড় আরও বেড়ে যায়৷

সেই অবাঞ্ছিত ভিড় রুখতেই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে বলে রেল সূত্রে খবর৷ এই নির্দেশের পরেও যদি কোনও ব্যক্তি পরিবারের সদস্যদের ট্রেনে তুলতে আসেন তাহলে তিনি প্ল্যাটফর্মে যেতে পারবেন না৷ আর প্ল্যাটফর্ম টিকিট ছাড়া আত্মীয়দের ট্রেনে তুলতে ভিতরে গিয়ে যদি ধরা পড়েন তাহলে তাঁকে জরিমানা করা হবে৷ ফলে সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি৷ তাই রেলের তরফে অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রী ছাড়া অন্য কেউ যেন প্ল্যাটফর্মে না ঢোকেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *