সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: আদালতের রায়কে অবমাননা করে গ্রাহকদের বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিল অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং। অভিযোগ, গত চার বছর ধরে প্রতারিতদের টাকা দেওয়া বন্ধ করেছে অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং। এদিন উওর ২৪ পরগনার বনগাঁর পাবলিক লাইবেরি টাউন হলে। এজেন্টরা প্রায় ১৫০জন প্রতারিতদের নিয়ে বৈঠক করেন।
সূত্রের খবর, অ্যালকেমিস্ট সংস্থায় বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়ার জন্য প্রতারিতদের আলাদা ভাবে কোথাও আবেদন করতে হবে না, এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই রায় প্রতারিত বিনিয়োগকারীদের স্বস্তি মেলে। সেই মতো টাকা দেওয়া শুরু হয়। মোট সাড়ে নয় হাজার প্রতারিদের টাকা ফেরত দেওয়া হয়। গত চার বছর ধরে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতারিতদের টাকা আটকে দিয়েছেন কেডি সিং। ‘অ্যালকেমিস্ট’-এর বিষয়ে মামলা করছিলেন পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এক সংগঠন।
সংগঠনের কর্তা কাজল সরকার বলেন, প্রথম দিকে ৭৬ হাজার বিনিয়োগকারী নাম নথিভুক্ত করা হয়। সব মিলিয়ে ৪৯৭ কোটি টাকা ফেরত পাওয়ার কথা তাঁদের। এখনও পর্যন্ত ৩৫ কোটি ৪২ লক্ষ টাকা ফেরত পেয়েছেন। গত চার বছর ধরে টাকা বন্ধ করে দিয়ে বিভিন্ন অজুহাতে দেখিয়ে আদালতে দৌরকরছেন কেডি সং।
এদিন সংগঠনের অন্যতম সদস্য রামকৃষ্ণ পাল জানিয়েছেন, আমরা চাই অভিলম্বে আদালতের রায় মেনে প্রতারিতদের টাকা পুনরায় দেওয়া হোক। তা নাহলে ফের রাস্তায় নামবে পানিহাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।