আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: “আমি অমর শহিদ বাসুদেব বলবন্ত ফড়কে’জিকে তাঁর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাই”। সোমবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র আন্দোলনের শিঙা বাজিয়েছিলেন তিনি। দেশবাসীকে জাতি, ধর্ম ও অঞ্চলের ঊর্ধ্বে উঠে নিজেদের সংগঠিত করতে এবং স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন।
অমর শহিদ ফড়কেজি তাঁর বীরত্ব ও প্রজ্ঞা দিয়ে ব্রিটিশ শাসনকে নস্যাৎ করে ভবিষ্যৎ বিপ্লবীদের পথপ্রদর্শক হয়ে ওঠেন। ব্রিটিশ রাজকে আতঙ্কিত করে তুলেছিলেন। তাঁকে তাঁর মৃত্যু বার্ষিকীতে বিনম্র প্রণাম।”
প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারত সরকার ফড়কের সম্মানে ৫০ পয়সার একটি ডাকটিকিট জারি করে। দক্ষিণ মুম্বাইয়ের মেট্রো সিনেমার কাছে একটি চৌকের নামকরণ করা হয় তাঁর সম্মানে। তাঁর ওপর তৈরি গজেন্দ্র আহিরে পরিচালিত একটি মারাঠি চলচ্চিত্র ২০০৭-এ ডিসেম্বর মাসে মুক্তি পায়।