আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ মার্চ: জলপাইগুড়ির মোহিত নগরের গৌরীহাটের বারুণী মেলায় স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। নাম বিবেক রায় (৮)। মোহিতনগরের বুজ পাড়ার বাসিন্দা। ঘটনার পর নড়েচড়ে বসেছে মেলা কমিটি।
বারুণী মেলায় স্নানের আয়োজন করা হলেও নদীতে নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। প্রতিবছর গৌরীহাটে উত্তরমুখী করলা নদীকে কেন্দ্র করে এই সময় বারুণী মেলার আয়োজন করা হয়ে থাকে। যেখানে বারুণী স্নান করেন ভক্তরা। ঢিল ছোড়া দূরত্বে করলা সেতু তৈরির কাজ চলছে। এই কারণে নদীর জলের গভীররতা অনেকটা রয়েছে। মেলা কমিটি কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা করেনি বলে অভিযোগ। ছিল না সিভিল ডিফেন্সের কর্মীরা। এ দিন মা, বাবা ও পরিজনদের সঙ্গে বারুণী স্নানে এসেছিল বিবেক। বাবা সেলুনে গিয়েছিল, সেই সময় গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা শিশুকে গভীর জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মারা যায় বিবেক।
মৃতের কাকা রতন রায় বলেন, “আমার ভাইপো গৌরীহাটের বারুণী মেলায় জলে ডুবে মারা যায়। নদীতে কোনও নিরাপত্তা ছিল না।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলা কমিটি প্রশাসনের অনুমতি না নিয়ে মেলা ও বারুণী মেলার আয়োজন করেছিল।