সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি: মালদহের মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলা, দোকান ও বাড়িঘর ভাঙ্গচুরের ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই ব্যাপক ক্ষোভের প্রকাশ জনমানসে। গতকাল থেকেই রাস্তা ঘাটে, বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে এ বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনীতির কারণে তোষামোদ থেকেই অশান্তির শুরু। অনেকেই আবার বাংলাদেশের ঘটনাকেও তুলে ধরছেন।
এদিকে মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে আজ সকালে বিজেপির উদ্যোগে বিক্ষোভ দেখানো হয়। বাঁকুড়া স্টেশন এলাকায় বিক্ষোভ সভাও করা হয়। সভায় বিজেপির জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যটার্জি, বিধায়ক নিলাদ্রী দানা, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল উপস্থিত ছিলেন।
পরিকল্পিত ভাবে জেহাদি আক্রমণ সংগঠিত হয়েছে, বেছে বেছে হিন্দুদের দোকান, ঘর লুটপাট হয়েছে, নিরীহ পথচারীরাও রেহাই পায়নি, আর একাজে রাজ্য পুলিশ সম্পূর্ণ ব্যর্থ বলে সভায় বক্তব্য রাখেন বিজেপি বক্তারা।