আমাদের ভারত, ২৮ মার্চ: ‘খেলো ইন্ডিয়া প্যারা গেমস্’- এর দ্বিতীয় পর্বে গান্ধীনগরের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স (এনসিওই) অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে।
এনসিওই-র প্রতিযোগীরা প্যারা ভারোত্তোলন প্রতিযোগিতায় ৭টি সোনা সহ ১০টি পদক জিতেছেন। দিল্লির জেএলএন স্টেডিয়াম কমপ্লেক্সে এই প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়েছে। শুক্রবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়ে লিখেছে, “পুরুষদের ৭২ কেজি বিভাগে ঝান্ডু কুমার, মহিলাদের ৪৫ কেজি বিভাগে যশপ্রীত কৌর এবং ৫৪ কেজি বিভাগে মণীশ কুমার – এই তিনজন শুধু স্বর্ণপদক জয়ই নয়, নিজেদের জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন। নয়ডা’তে কেবল এক সপ্তাহ আগেই এই জাতীয় রেকর্ড গড়েছিলেন তাঁরা। অন্যদিকে, মহিলাদের ৬১ কেজি বিভাগে সীমা রানীও জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন।
এই অসাধারণ সাফল্য সম্পর্কে সাই গান্ধীনগরের ভারত্তোলন বিভাগের প্রধান কোচ রাজিন্দর সিং রাহেলু গণমাধ্যমকে বলেন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস্ – এর আগেই ৮টি সোনা সহ তাঁরা ১২টি পদক জিতেছিলেন। এতে ৩টি জাতীয় রেকর্ড তৈরি হয়েছিল। এবার ৭টি সোনা সহ ১০টি পদক জয়ের মধ্যে ৪টি জাতীয় রেকর্ড।
এনসিওই ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সাই গান্ধীনগর প্যারা ভারোত্তোলনে প্রশিক্ষণের ক্ষেত্রে ভারতের এক প্রথম সারির প্রতিষ্ঠান হয়ে উঠেছে। কেবল ৪-৫ বছরের মধ্যে তা অসাধারণ কীর্তি রচনা করেছে। এখানে প্রশিক্ষণে বিশ্বমানের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
২০২৫ সালে খেলো ইন্ডিয়া ভারোত্তলন প্রতিযোগিতায় এই সাফল্যের ফলে আগামী অক্টোবর মাসে মিশরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৩-৪টি পদক জয়ের লক্ষ্য স্থির করা হয়েছ। বর্তমানে পরমজিৎ কুমার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক জয়ী। তিনিও এই প্রতিষ্ঠান থেকেই প্রশিক্ষণ পেয়েছেন।
আগামী বছর কমনওয়েলথ এবং এশিয়ান গেমস্- এ সাফল্য পেতে তাঁরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। ইতিহাস গড়ার যাবতীয় সক্ষমতা এই কেন্দ্রে রয়েছে বলে মনে করা হচ্ছে।”