আমাদের ভারত, ২৮ মার্চ: কলকাতার একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রবীন্দ্র সরোবর সংরক্ষণের লক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফের আবেদন করলেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ।
আগেও রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আর্জি জানিয়েছেন পরিবেশবিদদের একাংশ। শুক্রবার সোমেন্দ্রবাবু জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীকে আজই আমি মেইল করেছি। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য বোর্ডের বিস্তৃত জরিপে ঐতিহ্য সমৃদ্ধ জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু হিসাবে হ্রদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ‘জাতীয় হ্রদ’ নামেও পরিচিত রবীন্দ্র সরোবর কলকাতার দ্বিতীয় বৃহত্তম জলাশয়, ১৯২ একর বিস্তৃত।
হ্রদটিতে উদ্ভিদ ও প্রাণীর এক চিত্তাকর্ষক সমাহার রয়েছে, যেখানে ৩৬৬টিরও বেশি প্রজাতির স্থলজ ভাস্কুলার উদ্ভিদ এবং ১০৭ প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি রয়েছে। হ্রদের পরিবেশগত গুরুত্ব অনস্বীকার্য, এটি কার্বন সিঙ্ক, একটি নগর সবুজ স্থান এবং বিভিন্ন জলজ ও স্থলজ প্রজাতির আবাসস্থল হিসেবে কাজ করে।
তবে, এটি দূষণ, ইউট্রোফিকেশন এবং মানুষের চাপ সহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। রবীন্দ্র সরোবরকে ‘ঐতিহ্য জীববৈচিত্র্য স্থান’ ঘোষণা করা এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। প্রস্তাবটি হ্রদের রক্ষক কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে।”