Sukanta, Amit, Mamata, লন্ডন গিয়ে ভারতের অর্থনীতি প্রসঙ্গে মমতার মন্তব্যকে লজ্জাজনক ও ভারত বিরোধী বলে অভিযোগ করলেন সুকান্ত- অমিত

আমাদের ভারত, ২৮ মার্চ: অক্সফোর্ডে এক আলোচনায় উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অর্থনীতি নিয়ে যে মন্তব্য করেছেন তা দেশ বিরোধী ও লজ্জাজনক বলে অভিযোগ করে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। লন্ডনে বসে তাতে কার্যত আপত্তি জানিয়েছেন মমতা। আর মমতার এই আপত্তিতেই তীব্র সমালোচনা করেছেন বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, বাঙালি হিসাবে ও সাংবিধানিক পদে থেকে ভারত সম্পর্কে বিদেশের মাটিতে এই মন্তব্য লজ্জাজনক।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও
বিজিপির আইটি সেলের প্রধান অমিত মালব্য যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, তিনি এই প্রজেকশনের সঙ্গে একমত নন।

মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে “পশ্চিমবঙ্গের সামাজিক উন্নয়ন কন্যা শিশু ও নারী ক্ষমতায়ণ” শীর্ষক কথোপকথনে বক্তব্য রাখছিলেন। যেখানে তিনি ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের প্রথম অর্থনৈতিক দেশ হয়ে উঠবে বলে দাবি করার সঙ্গে একমত নন বলে জানিয়েছেন।

সেখানে সঞ্চালক বলেছিলেন ভারত ইতিমধ্যে ব্রিটেনকে ছাড়িয়ে গিয়েছে। এখন পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ ভারত। অচিরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ২০৬০ সালের মধ্যে এটি বিশ্বের প্রথম অর্থনৈতিক দেশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আলোচনায় সঞ্চালক এইকথা বলতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি এক্ষেত্রে ভিন্নমত পোষণ করি। একই সঙ্গে তিনি বলেন, এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমার এখানে কথা বলা উচিত নয়। আভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলি আমি প্রকাশ করতে পারবো না। তবে আমার অন্য মতামত আছে।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার এক্সবার্তায় লিখেছেন, “ভারত যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রত্যেক ভারতীয়ের জন্য এটা গর্বের মুহূর্ত। তবুও, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন। তাঁর ভারত বিরোধী বক্তব্য কেবল প্রতিটি বাঙালি এবং ভারতীয়ের জন্যই লজ্জাজনক নয়, বরং তাঁর সাংবিধানিক পদের অপমানও। এরপর তিনি লিখেছেন, এটা স্পষ্ট যে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতেও দ্বিধা করেন? আপনি কি সত্যিই একজন ভারতীয়?” সুকান্ত মজুমদারের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশের মাটিতে জাতির প্রতি অসম্মান করা ভারতের প্রকাশ্যে বিরোধিতা করার সমতুল্য।

অন্যদিকে এই প্রসঙ্গে অমিত মালাব্য লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ায় সমস্যায় রয়েছে। এটি সত্যি লজ্জাজনক। তিনি যে সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন তার জন্য লজ্জা জনক। বিদেশের মাটিতে কারা এমন আচরণ করেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *