Uttar Pradesh, Namaz, রাস্তায় বসে নমাজ পড়লেই বাতিল লাইসেন্স- পাসপোর্ট

আমাদের ভারত, ২৮ মার্চ: সপ্তাহ ঘুরলেই ইদ। তার আগেই নমাজ পড়া নিয়ে বড় ‌পদক্ষেপ করলো উত্তরপ্রদেশের মেরঠ পুলিশ। কোনরকম অনুমতি ছাড়া রাস্তায় বসে নমাজ পড়তে দেখা গেলে তাকে শাস্তির মুখে পড়তে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের মেরঠ পুলিশ সূত্রে খবর, পুলিশ প্রশাসনের অনুমতি ব্যাতিত সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তায় বসে নমাজ পড়া নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। মেরঠ পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, রমজান মাস চলাকালীন বা ইদের সময় রাস্তায় বসে নমাজ পড়লে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। বাতিল করে দেওয়া হতে পারে সেই ব্যক্তির লাইসেন্স, পাস্ট পাসপোর্ট। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ফের তা নতুন করে বানাতে গেলে প্রচুর ঝামেলা পোহাতে হয়। সব থেকে বড় কথা, পুলিশ ভেরিফিকেশন বা পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না।

মেরঠ পুলিশ সূত্রে খবর, রমজানের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রাস্তায় নমাজ পড়তে বসে যান। এর ফলে রাস্তায় তীব্র যানজট হয়। সাধারণ মানুষকে অন্য রাস্তা দিয়ে ঘুরে বা ঘুরপথের সময় নষ্ট করে গন্তব্যে যেতে হয়। ইদের সময় এই সংক্রান্ত সমস্যা মেটাতে মেরঠ পুলিশ এই পদক্ষেপ করেছে।

মসজিদ, ইদগাহ থাকা সত্ত্বেও ইসলাম ধর্মের বহু মানুষ ইদের দিন বা রোজার মাসে রাস্তায় গিয়ে নমাজ পড়েন, এতে পথ চলতি মানুষের অসুবিধা ভোগ করতে হয় জানিয়ে মেরঠ পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছিল অনেক। আর সেই সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *