পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: ঘাটালের খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের ৪৬ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে। ঐ স্কুলের ২৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৬ জনের টাকা ঢুকে গিয়েছে অন্য একাউন্টে। এই নিয়ে চরম সমস্যায় পড়েছে পড়ুয়ারা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার জানা জানান, হ্যাকিং হওয়ার কারণে ৪৬ জন ছাত্রছাত্রীর টাকা অন্য একাউন্টে চলে যায়। আমরা জানতে পেরে ব্যাঙ্কে ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে জানতে পারি ৪৬ জনের মধ্যে ২২ জন টাকা তুলে নিয়েছে। আর বাকি চার জনের টাকা আমরা বাড়িতে গিয়ে উদ্ধার করি। আর ২০ জনের টাকা ব্যাঙ্কে গিয়ে হোল্ড করিয়ে দি যাতে ওই টাকা তুলতে না পারে প্রতারকরা। তিনি বলেন, বেশিরভাগ এই টাকা উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়ির বাসিন্দাদের অ্যাকাউন্টে গেছে। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম ও ডিআই অফিসে লিখিত অভিযোগ করেন।