Sports competition, Shalbani, শালবনীর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: বিগত বছরের মতো এবারও শালবনির রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে স্মরণ করে আজ এই বিদ্যালয়ে আজ মোট ১১টি বিভাগে প্রতিযোগিতা হয়। ১০০ মিটার দৌড়ের মতো চিরাচরিত খেলার পাশাপাশি ছিল মিউজিকাল চেয়ার, হাঁড়িভাঙ্গা, অঙ্ক দৌড় ইত্যাদি। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানান।

বর্ষীয়ান শিক্ষক লক্ষ্মীনারায়ণ হেমব্রম জানান, সফল প্রতিযোগী ছাড়াও সকলের মধ্যেই পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া বিষয়ের দায়িত্বে থাকা শিক্ষক অসীম কুমার দোলই ও নির্মল মান্ডি। ক্রীড়া প্রতিযোগিতার পর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রুপশ্রী হেমব্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *