Railway, water, ভারতীয় রেলে‌র নয়া উদ্যোগ, জলে চলবে আস্ত ট্রেন

আমাদের ভারত, ১৪ নভেম্বর: বিশ্বের মধ্যে আলাদা করে নিজের জায়গা করে নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলের নেটওয়ার্কে কোটি কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে। ভারতীয় রেল উন্নতির দিকে এগিয়ে চলেছে প্রতিনিয়ত। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল আরো বেশ কিছু কাজ করছে, যার অন্যতম উদাহরণ বন্দে ভারত। তবে এখানেই থামতে চাইছে না ভারতীয় রেল। এবার নতুন ট্রেন চালাবে ভারতীয় রেল যে ট্রেন চালাতে ডিজেল, বিদ্যুৎ কিছুই লাগবে না। জলে চলবে ট্রেন।

খুব দ্রুত দেশের বিভিন্ন অংশে এই ট্রেন দেখা যাবে। যাকে চলতি ভাষায় হাইড্রোজেন ট্রেন বলা হয়। বিদেশের মাটিতে ইতিমধ্যেই শুরু হয়েছে এই হাইড্রোজেন ট্রেন চলা। এবার ভারতেও শুরু হতে চলেছে। এর ফলে যেমন বিদ্যুৎ বাঁচবে তেমন ডিজেলও লাগবে না। এই ট্রেন চালানোর ক্ষেত্রে আরও একটি বিশেষ সুবিধা হল পরিবেশ বান্ধব ট্রেন। পরিবেশকে নির্মল রাখবে এই হাইড্রোজেন ট্রেন।

এই ট্রেনের পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘন্টায় চল্লিশ হাজার লিটার জল লাগবে এই ট্রেন চালাতে। আগে থেকেই ট্রেনের পরিকাঠামো সেভাবেই তৈরি করা হয়েছে।

চলতি বছরে ডিসেম্বর মাসেই হাইড্রোজেন ট্রেনের পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় রেল প্রথম দফায় ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। রেল সূত্রে খবর একটি ট্রেন তৈরি করতে খরচ হচ্ছে ৮০ কোটি টাকা। প্রথম হাইড্রোজেন ট্রেন রুট হতে পারে হরিয়ানা। দার্জিলিং, নীলগিরি পর্বত, কালকা, সিমলা সহ বেশ কয়েকটি জায়গায় এই ট্রেন চালানো হবে বলে খবর। ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে চলবে এই হাইড্রোজেন ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *