Supreme Court, SSC, ২৬ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের, চূড়ান্ত রায় ঘোষণা ১৬ জুলাই

আমাদের ভারত, ৭ মে: এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ২৬ হাজার শিক্ষকের চাকরি এখনই বাতিল করা যাবে না। আগামী ১৬ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। যোগ্য এবং অযোগ্যদের বিভাজন যদি এসএসসি করতে পারে তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না, বলে মত সুপ্রিম কোর্টের। তবে অতিরিক্ত শূন্য পদে নিয়োগে স্থগিতাদেশও বজায় রাখা হয়েছে।

সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার অর্থ আগামী ১৬ জুলাই পর্যন্ত ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলে স্থগিতাদেশ থাকলো। অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন বেতনও পাবেন। একই সঙ্গে যে বেতন ফেরতের নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তাতে স্থগিতাদের দিয়েছে শীর্ষ আদালত। আজকের শুনানিতে
এসএসসি জানিয়েছে ৮৩২৬ জনের নিয়োগ বেআইনি। তাদের হয়ে আদালতে সাওয়াল করবেন না এসএসসি। তবে বেতন ফেরত এর বিরোধিতা করেছিলেন তারা।

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি বলেছেন এই চাকরি এখনই বাতিল করা হচ্ছে না কেন? কেন স্থগিতাদেশ? তার ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা সঠিক হবে না। তবে এই নির্দেশ চূড়ান্ত নয়। ১৬ জুলাই চুড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে যাওয়া হয়েছিল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *