Nisith Pramanik, BJP, এখন বিহার ও কাশ্মীর থেকে বাংলায় মানুষ আসতে ভয় পায়: নিশীথ প্রামাণিক

আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ মে: মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলায় শুধু সন্ত্রাস সন্ত্রাস ও সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছেন। যা একসময় বিহার ও কাশ্মীরে হতো। এখন বিহার ও কাশ্মীর থেকে বাংলায় মানুষ আসতে ভয় পায়”। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের কুরুম গ্রামে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, জেলা সভাপতি ধ্রুব সাহা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রুদ্রনীল ঘোষ বলেন, “এই সরকার গরিব বেকারদের চাকরি চুরি করেছে। যোগ্য ছেলেমেয়েরা রাস্তায়, আর পরীক্ষায় না বসে অর্থের বিনিময়ে কিছু অযোগ্যরা চাকরি করছেন। এই চোরেদের জেল যাত্রা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *