পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ মে: স্কুটনি পাশ করিয়েই ২০২৬-এ পশ্চিমবঙ্গে আদিবাসী মুখ্যমন্ত্রী দেখতে চাই বলে জানালেন আদিবাসী কুড়মি সমাজের নির্দল প্রার্থী সূর্য সিং বেসরা। মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মনোনয়নের স্কুটনি হয়। বিজেপির একজন ড্যামি প্রার্থী সহ মোট ১৪ জন মনোনয়ন জমা দেন। তার মধ্যে বিজেপির ড্যামি প্রার্থী বাদে ১৩ জন প্রার্থী এই স্কুটনিতে পাস করে।
স্কুটনিতে পাস করেন আদিবাসী কুড়মি সমাজের নির্দল প্রার্থী সূর্য সিং বেসরা। ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে সূর্য সিং বেসরা পাঁচটি বিষয়কে সামনে রেখে নির্বাচনে লড়াইয়ের কথা বলেন। সেগুলি হল, প্রথমত, গ্রেটার ঝাড়খন্ড এবং বেটার ঝাড়গ্রাম গড়ার কথা বলেন তিনি। দ্বিতীয়তঃ ২০২৬-এ পশ্চিমবঙ্গে আদিবাসী মুখ্যমন্ত্রী চাই। তৃতীয়ত, কুড়মিদের এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। চতুর্থ, সারনা ধর্ম কোড অবিলম্বে চালু করতে হবে। পঞ্চম বিষয়টি হল, জঙ্গলমহলকে পঞ্চম তপশিল এর অন্তর্ভুক্ত করে স্ব-শাসনের অধিকার দিতে হবে।