আমাদের ভারত, ৭ মে: বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে (বি এড বিশ্ববিদ্যালয়) মঙ্গলবার চলছে সংবাদপত্র এবং ডাক সামগ্রীর এক প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের তরফে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই প্রদর্শনীতে আছে বিভিন্ন ভাষার খবরের কাগজ, বিভিন্ন বাংলা দৈনিক সংবাদপত্রের প্রথম দিনের কাগজ, বিশেষ বিশেষ দিনের কাগজ, ফেলে দেওয়া প্লাস্টিক থেকে সুতো বের করে তৈরি করা সংবাদপত্র, অভ্র দিয়ে তৈরি সংবাদপত্র, ২০০ বছর উপলক্ষে প্রকাশিত বিশেষ সংবাদপত্র ইত্যাদি।
আছে বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুর খবর প্রকাশ করা কাগজ। পাশাপাশি ছিল বিপর্যয়, যুদ্ধ, প্রণব মুখার্জি বিষয়ক সংবাদপত্র। ডাক সংগ্রহে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দিকের পোস্ট কার্ড,মেঘদূত পোস্ট কার্ড, স্পেশাল কভার, ফার্স্ট ডে কভার, টেলিগ্রাম, নেতাজির উপর বিশেষ সংগ্রহ।
বিশ্ববিদ্যালয়ের এনএসএস ভলান্টিয়ার বিপ্লব ঘোষ তাঁর ব্যক্তিগত সংগ্রহের সংবাদপত্র এবং ডাক সামগ্রি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার প্রথম প্রদর্শন। এই প্রদর্শনী আয়োজন করতে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা ডঃ সোমা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশ্ববিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার অবন্তিকা মন্ডল বলেন, “বিপ্লবের এই সংগ্রহ সম্পর্কে অনেক দিন ধরেই জানতাম। কিভাবে এই বিষয়টা প্রদর্শনীতে ধরা যায়, সেই চেষ্টা অনেকদিন ধরেই করছিলাম। এবার সাফল্য পেল।”